Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গেইল কে অভিনন্দন বার্তা ক্যারিবিয়ান কিং এর!

সুরজিৎ দাস : পোর্ট অফ স্পেন রেকর্ড ভাঙ্গার ম্যাচে একের পর এক রেকর্ড ভাঙ্গেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। ভারতের বিরুদ্ধে ম্যাচে ১১ রান করে গেইল ফিরে গেলেও তিনি ভেঙ্গে…

Avatar

সুরজিৎ দাস : পোর্ট অফ স্পেন রেকর্ড ভাঙ্গার ম্যাচে একের পর এক রেকর্ড ভাঙ্গেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। ভারতের বিরুদ্ধে ম্যাচে ১১ রান করে গেইল ফিরে গেলেও তিনি ভেঙ্গে দেন ক্যারিবিয়ান কিং ব্রায়ন লারার রেকর্ড। এতে অবশ্য বেশ খুশি লারা নিজেই তাই তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা সহ ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন ইউনিভার্সাল বস কে। এতো দিন ওয়েস্ট ইন্ডিয়ান জার্সিতে একদিনের ক্রিকেটে সর্বাধিক ১০৩৪৮ রান ছিলো ব্রায়ান লারার যা ছিলো সর্বকালের সর্বাধিক রান ব্রায়ান এই রানে পৌঁছাতে নেনে ২৮৫ টি ইনিংস। অপরদিকে গেইলের দরকার ছিলো মাত্র ৭ রান এদিন ভারতের বিরুদ্ধে ১১ রানে আউট হয়ে যাওয়ার সাথে সাথ্র তিনি ভেঙ্গে দেন লারার রেকর্ড বর্তমানে গেইল দাঁড়িয়ে আছেন ১০৩৪৮ রানে সময় নিয়েছেন ২৯০ টি ইনিংসের। অবশ্য এদিন পোর্ট অফ স্পেনে ভারতের বিরাট কোহলিও ভাঙ্গেন সৌরভ গাঙ্গুলীর রেকর্ড এরপর বিরাটের সামনে শুধুই সচীনের রেকর্ড আছে। যেভাবে বিরাট খেলছেন তাতে ধরে নেওয়াই যায় কিছুদিনের মধ্যে সেই রেকর্ড ও ভেঙ্গে ফেলবেন তিনি।

About Author