Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতা লিগে নৌকাডুবি!

সুরজিৎ দাস : কলকাতা লিগে আজই প্রথম মাঠে নেমেছিলো বড়ো দল মোহনবাগান মুখোমুখি হয়েছিলো পিয়ারলেসের। কিন্তু মাঠে নামার কয়েক ঘন্টা আগেও এই ফল কল্পনা করতে পারে নি সমর্থকরা। কানায় কানায়…

Avatar

সুরজিৎ দাস : কলকাতা লিগে আজই প্রথম মাঠে নেমেছিলো বড়ো দল মোহনবাগান মুখোমুখি হয়েছিলো পিয়ারলেসের। কিন্তু মাঠে নামার কয়েক ঘন্টা আগেও এই ফল কল্পনা করতে পারে নি সমর্থকরা। কানায় কানায় পূর্ণ গ্যালারি উড়ছে সবুজ মেরুন পতাকা আবীর, তিল ধারনের জায়গা ছিলো না আজ মোহনবাগান মাঠে। নির্ধারিত সময়েই খেলা শুরু হলো খেলার শুরুতে কিছুটা আক্রমণ করতে দেখা গেলেও যতো সময় বেড়েছে ততো খেলা থেকে হারিয়ে গেছে মোহনবাগান।

ক্রোমা, উল্ফ দের আক্রমণে তখন ত্রাহিত্রাহি রব মোহন ডিফেন্সে। এর মাঝেই ক্রোমার গোলে এগিয়ে গেলো পিয়ারলেস দ্বিতীয়ার্ধ জুড়েও রইলো পিয়ারলেসের দাপট খেলা শেষের খানিক আগে জোড়া গোল করলেন ক্রমা ও লক্ষ্মীকান্ত মান্ডি। গোলের নীচে শিল্টন যেন খেলার মধ্যেই ছিলেন না ডিফেন্স লাইন তো এতোই দুর্বল যে কলকাতা লিগের বাকি ম্যাচগুলোতেও এরম অঘটন ঘটতেই পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ম্যাচে জোড়া গোল করা চামোরা এদিন সুপার ফ্লপ হেডিং ছাড়া কিছুতেই ভালো না তিনি আজ খেলা দেখেই বোঝা যায়। মিডফিল্ড অপারেটর জোসেবা বেইতিয়া এইদিন যেন পার্কে ঘুরতে আসার মতো হেটে বেড়ালেন গোটা মাঠ জুড়ে। বুক ভরা হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সমর্থক দের স্পানিশ কোচের ট্যাক্টিস নিয়েও প্রশ্নচিহ্ন থেকে গেলো।

About Author