বহু মানুষ আছেন যারা তার নিজের কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব পুন্য ভাবে কাজ করা সত্যেও কর্মক্ষেত্রে পদন্নতি বা বেতন বৃদ্ধি করতে পারেননা, এই কারণে মনে কষ্ট পেয়ে থাকেন। এই সকল ব্যক্তি যে কাজটি নিয়মিত করলে সফলতা পাবেন বিস্তারিত জেনেনিন…..
1) ডানহাতের অনামিকা অঙ্গুলিতে বার্মিস চুনি 3-4 রতি ধারণ করবেন, এতে খুব ভালো ফল পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now2)প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে উৎসর্গ করবেন।
বার্মিস চুনি 3-4 রতি ধারন এবং তামার ঘটিতে করে সূর্যদেবকে জল উৎসর্গ আপনাকে কৰ্মক্ষেত্রে পদন্নতি ঘটাতে সাহায্য করবে।