আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ১১ বছর! কি কি রেকর্ড আছে দেখুন

Advertisement

Advertisement

দেখতে দেখতে ১১ টা বছর অতিক্রম করে ফেললেন তিনি ২০০৮ এর সেই অভিষেক ম্যাচ থেকে আজ ২০১৯ কালের নিয়মে টিনেজার কোহলি এখন রিয়েল ম্যান। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বসে নস্টালজিক আবেগময় ট্যুইট বিরাটের। এই দীর্ঘ ১১ টা বছর ভারতীয় ক্রিকেটের অনেক উত্থান পতন দেখেছেন তিনি সচীন,শেহবাগ,দ্রাবিড়, সৌরভ থেকে বর্তমানের শ্রেয়স,পান্থ,গিল,কুলদীপ রা। ২০০৮ এর সেই তরুণ ব্যাটসম্যান আজকের ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে মাত্র ১৮ রানে প্যাভিলিয়ন এ ফিরে যান কিন্তু বর্তমানে তার নামের পাশে ৪৩ টি সেঞ্চুরি একদিনের ক্রিকেটে। সেদিনের কোহলি হয়তো ভাবতেও পারেন নি ভবিষ্যৎ টা কেমন হতে চলেছে তার জন্য ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র তথা দেশের ইয়ং সেনশেসন বিরাট কোহলি ট্যুইটের মাধ্যমে নিজের মনের ভাব ব্যক্ত করলেন। তিনি লিখেছেন ‘আজকের দিনে ২০০৮ এ শুরু করেছিলাম আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যেরিয়ার আজ ১১ বছর পরেও সেই দিন টা উজ্জ্বল আমার চোখে। আমি ভাবতেও পারি নি ঈশ্বর আমার উপর এতো সহায় হবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক ভাবে নিজের লক্ষ্যে তোমরা সকলেই পৌঁছাতে পারো শুধু মনের জোর আর সঠিক পথ বেছে নিতে হবে।’ বিরাটের ট্যুইট নিশ্চিত রূপেই বার্তা হয়ে উঠছে ভবিষ্যৎ এর বিরাট কোহলি দের কাছে।

Advertisement