Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনফিল্ডে লাল-বিপ্লব!

সুরজিৎ দাস : ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু টা জয় দিয়েই করলো চ্যাম্পিয়নস লিগ জয়ী দল লিভারপুল। গতবছর অল্পের জন্য ইপিএল খেতাব হারায় ক্লপের ছেলে রা তাই এবার শুরু থেকেই খেতাব…

Avatar

সুরজিৎ দাস : ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু টা জয় দিয়েই করলো চ্যাম্পিয়নস লিগ জয়ী দল লিভারপুল। গতবছর অল্পের জন্য ইপিএল খেতাব হারায় ক্লপের ছেলে রা তাই এবার শুরু থেকেই খেতাব জয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়লো লিভারপুল। এদিন আনফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয়েছিলো নবাগত ক্লাব নরিচ সিটি। খেলার শুরু থেকেই প্রাধান্য বেশি ছিলো লিভারপুলের শুরুতেই নরিচ অধিনায়কের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল এরপর শুধুই লাল ঝড়। দ্বিতীয় গোলটি আসে মহম্মদ সালাহার পা থেকে ফিরমিনহোর পাস থেকে বল জালে জড়ান সালাহ।

এরপর ভ্যান ডাইকের গোলে ব্যবধান বারে সালাহের সেন্টার থেকে বলে মাথা ছুইয়ে ৩-০ করে দেন ডাচ ফুটবলার। বিরতির আগেই ৪-০ করে দেন বেলজিয়ান ফুটবলার অরিগি। দ্বিতীয়ার্ধ এ আরোও গোলের সুযোগ খুলে খেলেও নরিচের গোলরক্ষক এর একক প্রয়াসে আর ব্যবধান বাড়াতে পারে নি লিভারপুল খেলার একদম অন্তিম লগ্নে নরিচের হয়ে গোল করেন তেমু পুক্কি। সব মিলিয়ে ইপিএল এর শুরু টা ভালোই করলো ক্লপের ছেলেরা এর সাথে সাথে আনফিল্ডে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখলো লিভারপুল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author