ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে সিরিজ জিতেছে ইন্ডিয়া। আজ ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওয়ানডে সিরিজ এর প্রথম দিন। কিন্তু বৃষ্টির কারনে খেলা শুরু হতে ব্যাঘাত ঘটছে। ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ প্রায় একই থাকবে। কিন্তু মণীশ পান্ডের জায়গায় খেলতে পারে শ্রেয়স আইয়ার।
ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, মণীশ পান্ডে/শ্রেয়স আইয়ার,ঋষভ পন্থ, জাদেজা, শামি, ভুবেনেশ্বর কুমার, কুলদীপ যাদব, নবদীপ সাইনি/খলিল আহমেদ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওয়েস্ট ইন্ডিজ এর সম্ভাব্য একাদশ- ইভিন লুইস/ক্যাম্পবেল, ক্রিস গেইল, হোপ, পুরান, হেটমায়ার , হোল্ডার, কট্রেল, থমাস, কেমার রোচ, কার্লোস ব্রেথওয়েটে, ফ্যাবিয়েন এলিন।