Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ অ্যান্টিগুয়ায় নামছে ভারত! জেনে নিন কারা কারা আছেন প্রথম একাদশে

সুরজিৎ দাস: আজ থেকে শুরু হতে চলেছে ভারত ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে জয়ের পর টেস্টে নামছে কোহলির ভারত। অ্যান্টিগুয়ার ব্যাটিং সহায়ক পিচে বাড়তি সুবিধা…

Avatar

সুরজিৎ দাস: আজ থেকে শুরু হতে চলেছে ভারত ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে জয়ের পর টেস্টে নামছে কোহলির ভারত। অ্যান্টিগুয়ার ব্যাটিং সহায়ক পিচে বাড়তি সুবিধা পেতে পারে ভারতীয় ব্যাটিং লাইনাপ দলে আছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, পান্থ, কোহলি, হনুমা বিহারিদের মতো উচ্চমানের ব্যাটসম্যান রা। তবে এদিন মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে দেখা গেলো ভারতীয় দল কে গতকাল সমুদ্রসৈকত এ ছুটির মেজাজে দেখা গেলো তাদের।

অপরদিকে ওয়েট ইন্ডিজ ব্যাটিং লাইনআপে গভীরতা থাকলে তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। অতিরিক্ত তাড়াহুড়া করতে গেয়ে অনেক ম্যাচ মাঠেই রেখে এসেছে টিম ওয়েস্ট ইন্ডিজ তাই আজ ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরাহ দের সামলানোর পরীক্ষা শেই হোপ, শেমরন হিটমেয়ার দের সামনে। অপরদিকে ভারত অধিনায়ক বিরাটের সামনেও আরোও এক রেকর্ড ভাঙ্গার নজির আজ সেঞ্চুরি করলেই তিনি ছুঁয়ে ফেলবেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর ১৯ টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড কে বিরাট বর্তমানে দাঁড়িয়ে আছেন ১৮ টি সেঞ্চুরিতে। সব মিলিয়ে বলা যায় দু দলের কাছেই আজ গুরুত্বপূর্ণ ম্যাচ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author
news-solid আরও পড়ুন