Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামীকাল মাসের চতুর্থ সোমবার, তবে কি বিল আসতে চলেছে ধর্মান্তকরণ রোধে?

অরূপ মাহাত: চলতি বছরের শ্রাবণ মাসে একের পর চমক দিয়েছে ভারত সরকার। প্রতি ক্ষেত্রেই বেছে নিয়েছে সপ্তাহের প্রথম দিনটিকে। মাসের প্রথম সোমবার থেকেই প্রতি সপ্তাহের প্রথম দিন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি…

Avatar

অরূপ মাহাত: চলতি বছরের শ্রাবণ মাসে একের পর চমক দিয়েছে ভারত সরকার। প্রতি ক্ষেত্রেই বেছে নিয়েছে সপ্তাহের প্রথম দিনটিকে। মাসের প্রথম সোমবার থেকেই প্রতি সপ্তাহের প্রথম দিন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সামনে এনেছে কেন্দ্র। আবার মহাদেবের ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারকেই বেছে নেন বাবার মাথায় জল ঢালার জন্য। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় ঘুরছে মজাদার মিম। কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণার নিচে লিখে দিচ্ছেন ‘ব্যোম ভোলে’ বা ‘জয় শিব শম্ভু’ ইত্যাদি।

শুধু স্যোশাল মিডিয়ায় নয় আগ্রহ বাড়ছে সব মহলেই। প্রথমে চন্দ্রাভিযানের উৎক্ষেপণ, দ্বিতীয় তিন তালাক বন্ধে বিল এবং তৃতীয় সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল, তিন সোমবার জুড়ে কেন্দ্রের সাহসী পদক্ষেপের পর প্রত্যাশা বাড়ছে। এবার তাহলে কী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ধর্মান্তকরণ রোধে বিল নিয়ে আসতে পারে মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা। সেই জল্পনাকে উস্কে দিচ্ছে কয়েকটি বক্তব্য। অখিল ভারতীয় সন্ত সমিতির কর্তা স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেন, ‘‘আমরা চাই ধর্মান্তকরণ রোধে সরকার দ্রুত আইন করুক। হিন্দু সমাজের স্বার্থেই তা প্রয়োজন।’’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপি নেতাদের দাবি বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশ জুড়ে যেভাবে ধর্মান্তকরণ চলছে তা আটকানো প্রয়োজন। আদিবাসী এলাকায় যার প্রভাব সবচেয়ে বেশি। মূলত হিন্দুদের ধর্মান্তর রোখা ও ‘লাভ জেহাদ’-এর মতো ঘটনা আটকাতেই ওই বিল আনতে চাওয়া হচ্ছে। যা সঙ্ঘ পরিবারের দীর্ঘদিনের দাবি।

About Author