কলকাতানিউজপলিটিক্সরাজ্য

হাজিরা এড়ানোর চেষ্টা ব‍্যর্থ, সিবিআই দফতরে রাজীব কুমার!

×
Advertisement

রাজীব ঘোষ : ২০১৩ সালে রাজ‍্যে যখন চিটফান্ড কান্ড সামনে আসে, তখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার।চিটফান্ডকান্ডের তদন্তের জন্য সেই সময় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছিল।সিবিআইয়ের অফিসাররা রাজীব কুমারের কাছে জানতে চেয়েছেন সারদা, রোজভ‍্যালিকান্ডে রাজ‍্যের কোন কোন প্রভাবশালী নেতা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কী ব‍্যবস্হা নেওয়া হয়েছে, সেই বিষয়ে জেরা করার জন্য একাধিক বার রাজীব কুমারকে সিবিআই ডেকে পাঠিয়েছে।শুক্রবার রোজভ‍্যালিকান্ডে জেরা করতেই প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ফের ডেকে পাঠায় সিবিআই।

Advertisements
Advertisement

কিন্তু রাজীব বারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।শুক্রবার সিআইডির এক অফিসারকে দিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে পারবেন না বলে খবর পাঠিয়েছিলেন রাজীব কুমার।তবে সিবিআইয়ের পক্ষ থেকে শুক্রবার রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়।রোজভ‍্যালিকান্ডে সিবিআই রাজীবকে ফের জেরা করতে চায়।এর আগে সারদাকাণ্ডে রাজীব কুমারের ভূমিকা নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে বিভিন্ন তথ্য উঠে আসে।সেই তথ্যের ভিত্তিতে রাজীব কুমারের কাছে থেকে চিটফান্ডকান্ডে প্রভাবশালীদের সম্পর্কে জানতে চায় সিবিআই।

Advertisements

রোজভ‍্যালিকান্ডে এর আগেও রাজীব কুমারকে জেরা করেছে সিবিআই।সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে রাজীবকে ডেকে পাঠালেও তখন তিনি হাজিরা দেননি।শুক্রবার ঠিক সেই ভাবেই সিআইডির এক আধিকারিককে সিবিআইয়ের দফতরে পাঠিয়েছিলেন।সিআইডির সেই অফিসারকে সিবিআইয়ের আধিকারিকরা জানিয়ে দেন শুক্রবার রাজীব কুমারকে হাজিরা দিতেই হবে।তখন সিআইডির সেই অফিসার চলে যান।শুক্রবার দুপুরে রাজীব কুমার সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন।রাজীব কুমারকে রোজভ‍্যালিকান্ডে সিবিআইয়ের অফিসাররা জেরা করার জন্য ডেকেছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button