স্বাস্থ্য ও ফিটনেস

হজমের সমস্যা, ভুল করেও এই খাবারগুলি খাবেন না!

×
Advertisement

নিজস্ব প্রতিনিধি : যা খাচ্ছেন তাতেই সমস্যা। কখনও পেট ফুলে ফেপে থাকছে। আবার কখনও পাতলা পায়খানা হচ্ছে। খাদ্য খাবার ঠিক মতো হজম না হলে এই সব সমস্যা গুলি দেখা দেয়। হজম শক্তি ঠিক রাখতে চাইলে বাদ দিতে হবে এই সব খাবার গুলি। নইলে দিনে দিনে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে জেনেনিন এইসময় কোন খাবার গুলি একদম খাওয়া উচিৎ নয়।

Advertisements
Advertisement

১) তেলে ভাঁজা খাবার।

Advertisements

২) অতিমাত্রায় চিনি খাওয়া।

Advertisements
Advertisement

৩) ঘুম থেকে উঠে চা, কফি পান করা।

৪) যাদের মাঝে মধ্যে পাতলা পায়খানা হয় তারা দুধ, পনির, মাখন, ঘি এইসব জাতীয় খাবার খাবেন না।

৫) অতিরিক্ত তেল, মশলা, মাংস, ডিম খাবেন না।

জেনে নিন কোন ওষুধ ছাড়া, স্মৃতিশক্তি বাড়ানোর সহজ উপায়!

Related Articles

Back to top button