টেক বার্তা

মোবাইলের ম্যাসেজ শুনতে পারবেন ভয়েসের মাধ্যমে, জানুন কি ভাবে?

Advertisement
Advertisement

Google খুব শীঘ্রই এমন একটি নতুন ফিচার আনতে চলেছে যার সাহায্যে এবার Google ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার ফোনের মেসেজও পড়ে শোনাবে। বেশ কিছু দিন ধরে Google এই ফিচারটির উপরে কাজ করেছে।

Advertisement
Advertisement

এরপর রিপোর্ট অনুযায়ি ধীরে ধীরে Google এই ফিচারটি রোল আউট করবে। কিন্তু এখনও এই Google ভয়েস অ্যাসিস্ট্যান্টে কোনও সঠিক সময় বা এটি কোন কোন অ্যাপ্লিকেশনে সাপোর্ট করবে সে বিষয়ে কিছু জানা যায় নি।এই নতুন ফিচার অনুযায়ী Google Assistant যে শুধু আপনার মেসেজ পড়ে দেবে তা নয়, আপনি মেসেজের উত্তর দিয়ে চাইলে আপনার ডিক্টেশন শুনে Google voice Assistant সেটা টাইপ করে পাঠিয়েও দেবে।

Advertisement

এর ফলে রেগুলার কমিউনিকেশন হয়ে উঠবে পুরওপুরি হ্যান্ডসফ্রী। এর মাধ্যমে আপনি আপনার চলতি জীবনে অন্যান্য কাজ যেমন রান্না করতে করতে বা গাড়ি চালাতে চালাতেও চ্যাট করতে পারবেন। কিন্তু Google Assistant-এর উপর বেশ কয়েকবার privacy হাম্পারের অভিযোগ উঠেছে। এরফলে এই নতুন ফিচারে আপনার privacy হাম্পার হবে কিনা সে বিষয়ে এখনও জানা যায় নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button