খেলা

মার্কোসেই শিলমোহর ইস্টবেঙ্গলের!

×
Advertisement

সুরজিৎ দাস : কয়েকদিন আগেই তীব্র জল্পনা উঠেছিলো ইস্টবেঙ্গলে আসতে চলেছে স্পানিশ স্ট্রাইকার মার্কোস জিমিনেজ ডি লা এসপাদা মার্টিন। এবার সেই জল্পনা কেই কার্যত সত্যি করে দিলো লাল হলুদ শিবির অফিশিয়াল ডিক্লেয়ারেশন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় মার্কোস জিমিনেজ এ হচ্ছেন লাল হলুদের নতুন বিদেশি।

Advertisements
Advertisement

মায়োরকার এই প্রাক্তনী দাপটের সাথে খেলেছেন অনেক ক্লাবেই ৩০০ এর বেশি ম্যাচে ১১০ গোল আছে তার নামের পাশে। সিঙ্গাপুরের সার্দানে তিনি ২৮ ম্যাচে ২২ গোলও করেছেন ৬ফুট ১ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী স্ট্রাইকার কে গোলমেশিন বলাই যায়। গত মরশুমে এনিরেকের সাথে জবির জুটে ফুল ফুটিয়ে ছিলো এবার দুজনের কেউই নেই তাই মার্কোস দলে যোগ দিলে গোল করার লোক বাড়বে ইস্টবেঙ্গল শিবিরে।

Advertisements

এদিকে ডুরান্ডের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ায় ডুরান্ডে মার্কোসের সার্ভিস পাবে না দল কিন্তু দল চাইছে কলকাতা লিগেই মাঠে নেমে পরুক মার্কোস। তাকে যতো দ্রুত সম্ভব কলকাতায় আনা হচ্ছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button