খেলানিউজ

ভারতীয় দলে থাকার জন্য বড়সড় পরীক্ষা দিতে হবে বিরাটকে!

Advertisement
Advertisement

জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডার আওতায় আসতে রাজি হল ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজের প্রতিরোধ দেখিয়ে এসেছিল। ন্যাশানাল অ্যান্টি ডোপিং এজেন্সি এবার থেকে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারদের ডোপ টেস্ট নেবে শুক্রবার এই ব্যাপারে জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। শুক্রবার বিসিসিআই সিইও রাহুল জোহরির সাথে বৈঠক করেন ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়া।

Advertisement
Advertisement

এদিকে বিসিসিআই -র সিইও জোহরি জানিয়েছেন, দেশে যে নিয়ম মানা হয় বিসিসিআই-ও সেটা মেনে চলবে। বোর্ডের হোয়ারঅ্যাবাউট ক্লজ নিয়ে চূড়ান্ত আপত্তি ছিল। যে নিয়মে ক্রিকেটারদের প্রত্যেকে কে কখন কোথায় যাচ্ছেন তার সম্পর্কে লিখিতভাবে জমা দিতে হবে৷ কিন্তু এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলনা বোর্ডের। ক্রীড়ামন্ত্রক বারবার চাপ দিয়েছে বোর্ডকে নাডার শর্ত মেনে নেওয়ার জন্য।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button