নিউজপলিটিক্স

বাংলায় সারদা ও রোজভ্যালির কাণ্ডে শিবসেনার অভিযোগ, কি সেই অভিযোগ? জেনে নিন

Advertisement
Advertisement

বিজেপির সঙ্গে শিবসেনার জোট মহারাষ্ট্রে সাফল্য পেলেও বাংলায় বিজেপি শিবসেনার বন্ধু হতে পারে নি। রাজ‍্য বিজেপির পুরনো সদস্য অশোক সরকার দলীয় মতবিরোধের জন্য দল ছেড়ে জানান, শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ তৈরী করেন। আজ মোদী-শাহ সরকার সেটা তুলে দিতে চললেন।আগামী মঙ্গলবার দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিবসেনা মিছিল করবে।

Advertisement
Advertisement

রাজ‍্য শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, রাজ‍্যে বিজেপিকে সমর্থন করি না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জায়গা নেই। আমরা স্বতন্ত্রভাবে বিজেপি বিরোধিতায় থাকবো। শিবসেনার পক্ষ থেকে এই মিছিলে সিবিআই ও ইডিকে নিশানা করা হবে। শিবসেনার পক্ষ থেকে অভিযোগ, সারদা ও রোজভ্যালি মামলায় বিজেপির কোনো নেতাকে জেরা করা হচ্ছে না কেন? সিবিআই, ইডি নিরপেক্ষ ভাবে কাজ করছে না। এই বিষয়টি তারা কর্মসূচিতে আনতে চাইছে।

Advertisement

শিবসেনা আর একটি গুরুত্বপূর্ণ দাবি জানাতে চলেছে এই কর্মসূচি থেকে। সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার প্রয়োগ বাধ‍্যতামূলক ভাবে করতে হবে। সরকারি, বেসরকারি ও আধা সরকারি চাকরির ক্ষেত্রে বাঙালিদের জন্য ৮৫ শতাংশ সংরক্ষণ করতে হবে। এছাড়াও তাদের দাবি সরকারি দরপত্র, ভেন্ডার লাইসেন্স পেতে গেলেও ৮৫ শতাংশ ক্ষেত্রে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে।

Advertisement
Advertisement

রাজ‍্য শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কর্মসূচির সঙ্গে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিল থাকতে পারে। তবে তারা কাউকে অনুকরণ করছেন না বলে জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই জাতীয় পর্যায়ে বিজেপির সঙ্গে শিবসেনার জোট থাকা সত্ত্বেও বাংলায় আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধিতা করায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button