নিউজ

বদলে গেল পি এফ এর টাকা তোলার নিয়ম, এবার আরও সহজ পদ্ধতিতে!

Advertisement
Advertisement

চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর৷ EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়ম হয়ে গিয়েছে আরও সহজ৷ EPFO-এর থেকে নোটিশ জারি করে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানী গুলির কর্মীদের থেকে EPFO ফর্মের মাধ্যমে PF আবেদন জমা নিচ্ছে, যার ফলে EPFO-র ফিল্ড অফিসগুলিতে চাপ পড়ে যাচ্ছে প্রচুর৷ PF খানিকটা LIC প্ল্যানের মতো৷ PF-এ লগ্নির লাভ বোঝা যায় অবসরের পর৷ আগে লোকে চাকরির অবস্থান পরিবর্তন করলে PF-এর টাকা ট্রান্সফার করতেন৷

Advertisement
Advertisement

কিন্তু গত কয়েক বছরে PF তোলার আবেদন ফর্ম অনেক বেশি জমা পড়ছে, কারণ PF-এর টাকা তোলার পদ্ধতি হয়ে গিয়েছে অনেক সহজ। PF-এর টাকা তোলার ক্ষেত্রে কয়েকদিন আগে কিছু নিয়মে বদল আনা হয়েছে৷ এই নিয়ম অনুযায়ী অনলাইনেই আপনাকে PF তুলতে হবে। এই নিয়ম মতে যদি আপনার আধার নম্বরের সঙ্গে PF-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে PF তুলতে গেলে অফলাইনে আবেদন করতে পারবেন না৷

Advertisement

এক্ষেত্রে PF তুলতে অনলাইনে আবেদন করতে হবে৷ অফলাইন আবেদনে PF সেটলমেন্ট করতেও দেরি হচ্ছে৷ তাই EPFO চাপ কমাতেই অনলাইনে আবেদনের ক্ষেত্রে জোর দিচ্ছে৷ অনলাইনে আবেদন করতে হলে লিঙ্কে যেতে হবে৷

Advertisement
Advertisement

http://www.epfindia.com/site_en/

এর জন্য কোম্পানিতে PF উইথড্রল ফর্ম জমা দেওয়ার দরকার নেই৷ অনলাইনে আবেদন করলে ফিল্ড অফিসার সেটা ভেরিফাই করে নেবেন৷ আবেদনের পর কম দিনেই অ্যাকাউন্টে চলে যাবে PF-এর টাকা৷

Advertisement

Related Articles

Back to top button