নিউজপলিটিক্স

পদ্মকে রুখে ঘাসফুল ফোটাতে নতুন সিদ্ধান্ত তৃণমূলের!

Advertisement
Advertisement

রাজীব ঘোষ : দলের অবস্থা বর্তমানে খারাপ।লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ২২ এ নেমে এসেছে।সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তৃণমূল পেলেও হিন্দু অধ‍্যুষিত এলাকায় যথেষ্ট খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের।বিরোধীদের মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষনের অভিযোগ বারবার উঠেছে।

Advertisement
Advertisement

মমতার নেতৃত্বাধীন রাজ‍্য সরকার ইমাম ভাতা দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়কে তোষন করা হয় বলে একাধিক বার অভিযোগ উঠেছে।নির্বাচনে খারাপ ফলের পর তাই এবার বিজেপির পথেই হাটতে চলেছে তৃণমূল।শুক্রবার কলকাতার পুরোহিতদের সমাবেশে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় রাজ‍্যের পুরোহিতদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।রাজীব বলেন, একটা রাজনৈতিক দল হিন্দু, ব্রাক্ষ্মনদের নিয়ে রাজনীতি করছে। তারা তাদের জন্য কোনো কাজ করে না। আমরা পুরোহিতদের ভাতা দেওয়ার ব‍্যবস্হা করবো।

Advertisement

তিনি পুরোহিতদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সংগঠিত হোন। এলাকা ভিত্তিক সংগঠন তৈরী করুন।হিন্দুদের সংঘবদ্ধ হতে হবে। নিয়মিত যাতে এই ভাতা প্রদান করা যায় সেই বিষয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। রাজ‍্যের পুরোহিতদের তরফে বেশ কিছু দাবি জানানো হয়েছে। প্রবীণ পুরোহিতদের ভাতা প্রদান করতে হবে। গৃহহীন ব্রাক্ষ্মনদের বাসস্থানের বন্দোবস্ত করতে হবে।পুরোহিতদের বীমার ব‍্যবস্হা করতে হবে।বিদ‍্যালয়ে সংস্কৃত শিক্ষা বাধ‍্যতামূলক করতে হবে।

Advertisement
Advertisement

পরিচয় পত্র দিতে হবে।এই সমস্ত দাবি নিয়ে পুরোহিতরা সরকারের কাছে জানিয়েছেন। এই বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির দেখানো পথেই হাটতে চলেছে তৃণমূল।রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস হিন্দুদের জন্য নতুন প্রকল্প তৈরী করছে। কারন শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট দিয়ে রাজ‍্যের ক্ষমতায় যে ফের আসা সম্ভব নয় সেটা পরিস্কার বুঝে গিয়েছে তৃণমূল। তাই এখন নিত‍্যনতুন সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে তৃণমূল।

Advertisement

Related Articles

Back to top button