কলকাতানিউজপলিটিক্স

দিল্লিতে সব‍্যসাচী, কীসের ঈঙ্গিত!

×
Advertisement

রাজীব ঘোষ : শুক্রবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র এবং নিউটাউনের বিধায়ক সব‍্যসাচী দত্ত।বর্তমানে রাজ‍্যের রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চিত ব‍্যক্তি সব‍্যসাচী দত্ত।দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের পক্ষে তিনি অস্বস্তির কারন হয়েছেন।দলের বিপক্ষে বিভিন্ন সময় মতামত পেশ করেছেন।যার ফলে বিধাননগর করপোরেশনের মেয়র পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল।তখন তিনি মেয়র পদে ইস্তফা দেন।কয়েকদিন আগে কলকাতা করপোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায় দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন।

Advertisements
Advertisement

শোভনকে নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল।তাই সব‍্যসাচীর দিল্লী যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।তবে সব‍্যসাচী দত্ত কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেখুন দিল্লিতে তো সবাই কোনও না কোনো কাজেই যায়।আমিও আমার ব‍্যক্তিগত ব‍্যবসার কাজে যাচ্ছি।ব‍্যবসার কাজে যার সঙ্গে প্রয়োজন পড়বে কথা বলবো।বিজেপির নেতারা সবাই মন্ত্রী হয়ে বসে আছেন।যদি কাউকে ব‍্যবসার কাজে লাগে, তখন সেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে।

Advertisements

তবে তখন তার পরিচয় কোনো বিজেপি নেতা হিসেবে নয়।সব‍্যসাচী আরও বলেন, বিজেপি নেতা হিসেবে কারো সঙ্গে এই মূহুর্তে দেখা করার কোনো পরিকল্পনা নেই।সব‍্যসাচী জানিয়েছিলেন তিনি দিল্লিতে গেলে লুকিয়ে যাবেন না।বিমানবন্দরে দাঁড়িয়ে সব‍্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেওয়ার ব‍্যাপারে কোনো স্বচ্ছ ধারণা দিলেন না।আবার এখনই এই জল্পনায় ইতি টানলেন না, রাজ‍্যের মানুষের মনে দ্বন্দ্ব জিইয়ে রাখলেন বিধাননগরের প্রাক্তন মেয়র ও বিধায়ক সব‍্যসাচী দত্ত।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button