ভারত বার্তা ডেস্ক : ২৮ শে জুলাই আজ রবিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রতিক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন।মেষরাশি: বিবাহের যোগাযোগ হতে পারে।বৃষরাশি: গৌরব বৃদ্ধি পাবে।মিথুনরাশি: তর্ক বিবাদ দেখা দিতে পারে।কর্কটরাশি: নব প্রচেষ্টার উদ্যোগ।সিংহরাশি: আজকের দিনটি ব্যবসায়ীদের ক্ষেত্রে খুবই শুভ।কন্যারাশি: অপযশ হতে পারে।তুলারাশি: সহকর্মী বিরোধী হতে পারে।বৃশ্চিকরাশি: অবৈধ প্রণয় জড়িত হতে পারেন।ধনুরাশি: আর্থিক ক্ষতি হবে।মকররাশি: উত্তেজনায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।কুম্ভরাশি: কর্মব্যস্ততায় দিন কাটবে।মীনরাশি: শল্যচিকিৎসায় সফল হবেন।
এই ফলটি খেলেই, দ্বিগুণ পরিমানে বৃদ্ধি পাবে আপনার দৃষ্টিশক্তি!