খেলা

কাশ্মীর ইস্যুতে এবার আফ্রিদি বনাম গম্ভীর!

Advertisement
Advertisement

সুরজিৎ দাস : ৩৭০ ধারা কে কার্যত বাতিল করে কাশ্মীর কে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বণ্টন করে তা সম্পূর্ণরূপে ভারতে অন্তর্ভুক্তির ঘোষণার ২৪ ঘন্টা যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ এ জড়ালেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শাহীদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীর।

Advertisement
Advertisement

এদিন আফ্রিদি প্রথম ট্যুইট করেন যেখানে তিনি উল্লেখ করেন ‘কাশ্মীর কেবলমাত্র ভারতের সম্পত্তি না তাই কাশ্মীর বণ্টন করতে গেলে সেখানকার জনগণ এর মতামত নেওয়া প্রয়োজন তাদের মনোবাসনা ও জানা দরকার তারা কি চায়।’ এবং তিনি আরোও বলেন এই বিষয়ে জাতিপুঞ্জ কার্যত নিরব তাদের ভূমিকা ঠিক কোথায়? তিনি এই বিষয়ে মার্কিন হস্তক্ষেপও দাবি করেন।

Advertisement

এই ট্যুইটের রেষ কাটতে না কাটতেই গম্ভীরের পালটা ট্যুইট গম্ভীর লিখেছেন ‘কাশ্মীর কে নিয়ে যতো অশান্তি সমস্তই ঘটে পাক অধিকৃত কাশ্মীরে, এবং তিনি এরপর বলেন অতো ভেবো না ছেলে সব কিছু ঠিক করে দেবো।’ এই ট্যুইট প্রকাশ্যে আসতেই নেটিজেন দের দ্বারা তা কার্যত ভাইরাল রূপ ধারণ করে। মাঠের ২২ গজে গম্ভীর-আফ্রিদির বাকযুদ্ধ এর সাক্ষী গোটা ক্রিকেট জগৎ কিন্তু এবার কাশ্মীর ইস্যু কে কেন্দ্র করে এই ধরনের বাকযুদ্ধ আগে দেখেন নি কেউই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button