টেক বার্তা

আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে Whatsapp, আসছে নতুন ফিচার!

Advertisement
Advertisement

ওয়েব ডেস্ক : বর্তমান প্রজন্ম যেন হোয়াটসঅ্যাপ ছাড়া অচল। তাই নিত্য নতুন ফিচার নিয়ে আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার একাধিক ডিভাইস থেকে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এমনটাই খবর পাওয়া গেছে ওয়েব সূত্রের মাধ্যমে। নতুন আপডেটের মাধ্যমে এই ফিচারটি পৌঁছবে আপনার স্মার্টফোনে।

Advertisement
Advertisement

২০১৫ সালে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল ওয়েব ভার্সন। কিন্তু সেই ভার্সন অনুযায়ী সেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে ফোনে ইন্টারনেট থাকা ছিল বাধ্যতা মূলক। কিন্তু এবার আর তা নয়। নতুন ফিচার অনুযায়ী এবার থেকে একাধিক ডিভাইসে চলবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি কোম্পানি Universal Windows Platform (UWP) এই নতুন ফিচার তৈরীর কাজ করছে। এই ফিচারটি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।

Advertisement

নতুন আপডেটের পরেই এই ফিচারটি পৌঁছবে স্মার্টফোনে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নতুন ফিচারটির মাধ্যমে iPhone, Android, iPad আর Windows প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এরজন্য আগে ডিভাইস থেকে লগ আউট এর প্রয়োজন পড়বে না। যেমন ধরুন iPhone থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট না করেই iPad থেকে সেই একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

Advertisement
Advertisement

হোয়াটসঅ্যাপ UWP-এলে ইউজার iPad-এ নিজের হোয়াটসঅ্যাপ ব্যবহার করেতে পারবে তাও আবার iPhone থেকে নিজের অ্যাকাউন্ট আনইন্সটল না করেই, যে ফিচারটি আগে ছিল না। এমনকি ফোনে ইন্টারনেট না থাকলেও ওয়েবে হোয়াটসঅ্যাপ UWP ব্যবহার করা যাবে।

ফ্রী হবে ইন্টারনেট পরিষেবা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা!

Advertisement

Related Articles

Back to top button