নিজের জন্মদিনে কৃষকদের পাশে দাঁড়ালেন যুবরাজ

Advertisement

Advertisement

নয়াদিল্লি: নিজের জন্মদিনের দিন দেশ জুড়ে চলা কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। সেই সঙ্গে নিজের জন্মদিন উদযাপন বিরত রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ জানান। উল্লেখ্য সম্প্রতি দেশের কৃষক আন্দোলন ক্রমশ বৃহত্তর আকার নিচ্ছে। ঠিক সেই সময় নিজের অবস্থান পরিষ্কার করলেন যুবরাজ সিং।

Advertisement

পাশাপাশি তাঁর বাবার বিতর্কিত মন্তব্য নিয়েও মুখ খোলেন। জানালেন, বাবার মন্তব্যে তিনি অত্যন্ত দুঃখিত। সঙ্গে এও স্পষ্ট করে দেন, এক্ষেত্রে বাবা যোগরাজের সঙ্গে তাঁর মতানুভেদ রয়েছে। বাবার সব বক্তব্যের জন্যই দুঃখপ্রকাশ করে যুবি। এই পোষ্টে যুবি লেখেন, ‘জন্মদিনে সেলিব্রেশনের চেয়েও ইচ্ছেপূরণ হলে বেশি ভাল লাগে। আর আমার ইচ্ছে কেন্দ্র ও কৃষকদের আলোচনায় কোনও রফা সূত্র বেরিয়ে আসুক দ্রুত। আর কৃষক বিক্ষোভের মঞ্চ থেকে যোগরাজ সিং যা বলেছেন, তার জন্য আমি খুবই দুঃখিত। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, এটা ওঁর ব্যক্তিগত মত। আমার ভাবধারার সঙ্গে এর কোনও মিল নেই।’

Advertisement

উল্লেখ্য শনিবার ১২টা বাজতেই বড়সড় একটি লেখা পোস্ট করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের প্রার্থনা করেন তিনি। একইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রত্যেককে সচেতনতা অবলম্বনের অনুরোধও জানান।

Advertisement

প্রসঙ্গত কৃষি আন্দোলনে উত্তাল সারা দেশ। কৃষকদের দাবি মানতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে দেশের একাংশ। কিন্তু এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। প্রতিবাদ স্বরূপ নিজেদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বহু ক্রীড়াবিদ। যাকে কুর্নিশ জানিয়েছেন যুবির বাবা যোগরাজ সিং। গত সোমবার তিনি বলেন, ‘কৃষি আইন প্রত্যাহার নিয়ে এবার কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর যাঁরা এর প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাঁদের কুর্নিশ জানাই।’

Recent Posts