নিউজ

২ দিন পরেও একই টিকিটে ভ্রমণ করতে পারবেন ট্রেনে, জানা ছিল কি Indian Railway এর এই নতুন নিয়ম? রইলো বিস্তারিত

যাত্রা ১০০০ কিলোমিটারের হলে আপনি দুটি বিরতি নিতে পারেন

Advertisement

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। আসলে ভারতের বুকে রেললাইনের বিস্তৃতি বিশাল। তাই কম খরচে দেশের এককোনা থেকে অন্য প্রান্তে যেতে সাধারণ মানুষ ব্যবহার করে ভারতীয় রেলকেই। তবে এই রেলের এমন কিছু নিয়ম আছে, যা না জানলে সুবিধায় হবে আপনার।

Advertisement

অনেক সময় এমন হয় যে আপনি আপনার স্টেশন থেকে ট্রেন মিস করে ফেলেন। সেক্ষেত্রে রেলওয়ে নতুন নিয়ম বানিয়েছে যে যেকোনো যাত্রী তাঁর টিকিটে উল্লেখিত স্টেশন থেকে আরও পরবর্তী ২ টি স্টেশন অব্দি ট্রেনে চড়তে পারেন। অনেক সময় লোকেরা দর্শনীয় স্থান দেখতে বের হয় এবং এর জন্য যাত্রীরা আগে থেকেই টিকিট কেটে নেয় কিন্তু তারপর পরিকল্পনা পরিবর্তন হয়, এক্ষেত্রে আপনাকে নতুন টিকিট নিতে হবে না। আপনি একই টিকিটে আপনার যাত্রা চালিয়ে যেতে পারেন। যাইহোক, এই সময়ের মধ্যে আপনাকে আপনার কোচ পরিবর্তন করতে হতে পারে। আপনার যাত্রা চালিয়ে যেতে, আপনাকে টিটি অর্থাৎ টিকিট কালেক্টরের সাথে কথা বলতে হবে। তিনি পরবর্তী টিকিট প্রস্তুত করে আপনাকে দেবেন।

Advertisement

অন্যদিকে রেলের আরও একটি নিয়ম আছে যা জানেন না অনেকেই। আপনি যদি ৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ ভ্রমণে থাকেন তবে আপনি এর মধ্যে বিরতি নিতে পারেন। যাত্রা যদি ১০০০ কিলোমিটারের হয়, তবে এতে দুটি বিরতি নেওয়া যেতে পারে। আপনি যখন ট্রেনে ভ্রমণ করেন, তখন আপনি বোর্ডিং এবং অবতরণের তারিখ বাদ দিয়ে ২ দিনের বিরতি নিতে পারেন। যাইহোক, এই নিয়ম দেশের বিলাসবহুল ট্রেন যেমন শতাব্দী, জনশতাব্দী এবং রাজধানীতে প্রযোজ্য নয়।

Advertisement

Recent Posts