পুজো কমিটিগুলিকে অনুদান, পুরোহিতের ভাতা, জনস্বার্থ মামলা হাইকোর্টে

Advertisement

Advertisement

কলকাতা: রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দেয়। এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। কিন্তু পুজো কমিটিগুলিকে কেন অনুদান দেওয়া হবে? এমনকি পুরোহিতদের জন্য ভাতা কেন? এই প্রশ্নে হাইকোর্টে সিটু নেতারা একটি জনস্বার্থ মামলা দায়ের করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সংবিধানে ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে। আর সেই আশঙ্কার বশবর্তী হয়ে এই জনস্বার্থ মামলা করেছেন মামলাকারীর সৌরভ দত্ত। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে। দুটি মামলাই শুনবে বিচারপতি সঞ্জীব ব্যানার্জীর ডিভিশন বেঞ্চ।

Advertisement

চলতি বছরে দুর্গাপুজো কমিটিগুলোকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার, এমনটাও জানিয়েছেন তিনি। আর এই পরিপ্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী বুধবার।

Advertisement

প্রসঙ্গত, প্রথম যখন 2018 সালে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, তখন আইএনটিইউসি নেতা সৌরভ দত্ত দুর্গাপুরে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময়ে সেই মামলা কলকাতা হাইকোর্ট ও পড়ে সুপ্রিম কোর্টে যায়। তখন রাজ্য সরকারের তরফ থেকে বয়ান বদল করে বলা হয়, এই অনুদানের টাকা কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর মাধ্যমে দেওয়া হয়। শীর্ষ আদালত রাজ্য সরকার ও পুলিশের মাধ্যমে টাকা বিনিময় হতে পারে এমন রায় দেয়। কিন্তু বর্তমানে পুজো কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করার ফলে ফের মামলার শুনানি হবে। আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেবেন তারা বুধবার। এখন হাইকোর্ট থেকে কী জানা যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Advertisement

Recent Posts