কোন ধরনের মাস্ক ব্যবহার করলে সব থেকে বেশি সুরক্ষিত থাবেন? জেনে নিন

আমরা এখানে বেশ কিছু বহুল প্রচলিত মাস্ক নিয়ে আলোচনা করব যার মধ্যে রয়েছে N95, সার্জিক্যাল এবং কাপড়ের মাস্ক

Advertisement

Advertisement

ভারতে করোনাভাইরাস এর প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে। প্রতিদিন প্রায় তিন লাখ এর কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে হাইজিন সব থেকে জরুরি একটি বিষয় হয়ে উঠেছে। আপনি সবসময় মাস্ক পরে থাকুন এবং তার সাথেই ব্যবহার করুন স্যানিটাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সমস্ত চিকিৎসা সংগঠন আপনাকে বর্তমানে এই একই পরামর্শ দেবে। স্যানিটাইজার তো বাজারে মোটামুটি পাওয়াই যাচ্ছে।

Advertisement

মূলত তিন ধরনের স্যানিটাইজার পাওয়া যায়, ইথাইল অ্যালকোহল দিয়ে তৈরি স্যানিটাইজার যেগুলোর দাম অনেকটা বেশি। আর মাঝারি দামের মধ্যে আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি স্যানিটাইজার এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তৈরি স্যানিটাইজার। আপনারা যদি কম খরচে স্যানিটাইজার কিনতে চান তাহলে অবশ্যই আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার কিনতে পারেন। কিন্তু করোনার বিরুদ্ধে সবথেকে ভালো সুরক্ষা দেবে ইথাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার। তবে জানাই, ইথাইল অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কিন্তু বাজারে খুব একটা উপলব্ধ নয়। সবথেকে বেশি পাওয়া যাচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার।

Advertisement

এ তো গেল স্যানিটাইজারের কথা। কিন্তু করণা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আরও একটি জিনিস খুব প্রয়োজন, সেটি হল একটি ভালো মাস্ক। অনেকেই বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করছেন। কেউ করছেন কাপড়ের মাস্ক ব্যবহার, আবার কেউ ব্যবহার করছেন N95 এবং সার্জিক্যাল মাস্ক। কিন্তু আপনি কি জানেন করোনা ভাইরাসের বিরুদ্ধে আপনার মাস্ক আদৌ সুরক্ষিত কিনা। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যদি আপনি N95 মাস্ক ব্যবহার করেন তাহলে আপনি করোনার থেকে 95% সুরক্ষিত থাকবেন। আপনি যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন তাহলেও সুরক্ষার মাত্রা কিন্তু 95%। কিন্তু জানিয়ে রাখি কাপড়ের মাস্ক আপনাকে কোনভাবেই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখে না। আমরা চাইব, যাতে আপনারা সব সময় N95 অথবা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন।

Advertisement