কবে থেকে স্কুলে যেতে পারবে শিশুরা? জানিয়ে দিলেন AIIMS কর্তা

করোনা ভাইরাসের কারণে গত এক বছর ধরে স্কুল-কলেজ সব কিছু বন্ধ

Advertisement

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে গত বছর থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে স্কুল কলেজ এবং অন্যান্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই পড়ুয়ারা স্কুলে যেতে পারছেনা। এরকম পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম বাতিল করে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ড। তবে অনলাইনে ক্লাস চলছে বটে কিন্তু, তাতে পড়ুয়ারা কতটা শিখতে পারছে সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন তার অভিভাবকরা।

Advertisement

সবাই চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব স্কুল কলেজ খোলা যায়। কিন্তু, ঠিক কবে থেকে আবার স্কুল কলেজ খোলা সম্ভব হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এবারে স্কুল খোলার তারিখ নিয়ে অভিভাবকদের প্রশ্নের জবাব দিলেন এইমসের প্রধান রন্দীপ গুলেরিয়া। তিনি আশা রেখেছেন, ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা যদি বাজারে চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্ত স্কুল-কলেজ খোলা সম্ভব হবে। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, ভারত বায়োটেক এর তৈরি কো ভ্যাকসিন এর দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়াল রিপোর্ট আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই হাতে চলে আসবে।

Advertisement

তিনি নিজেও জানাচ্ছেন, গত এক বছরে শিশুদের পঠন-পাঠন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সকলেই চাইছে যেন খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খোলা সম্ভব হয়। তার আশা ওষুধ নিয়ন্ত্রকের অনুমোদন মিললে শিশুদের টিকাকরন তাড়াতাড়ি শুরু করে দেওয়া হবে। তিনি বলেছেন, “যদি তার আগে ফাইজারের টিকা অনুমোদন পেয়ে যায় তাহলে সেটা শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা হতে পারে। স্কুল খুললেই হবে এবং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে টিকাকরণ।”

Advertisement

অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী জাইডাস ক্যাডিলা শিশুদের ওপর তাদের টিকার ট্রায়াল শুরু করতে চলেছে। যদি এই টিকা ট্রায়াল সফল হয় তাহলে এটিও শিশুদের জন্য একটি বিকল্প রাস্তা তৈরি করতে পারে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই পার্কসার্কাসের একটি হাসপাতলে এই জাইডাস ক্যাডিলা টিকা ব্যবহার করে শিশুদের উপর ট্রায়াল’ শুরু করার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।