Categories: দেশনিউজ

এই মুহূর্তে যুদ্ধ বাধলে দুই দেশের কাছে কী কী যুদ্ধ বিমান আছে, জানুন

Advertisement

Advertisement

লাদাখের গালওয়ান সীমান্তে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ছে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে। উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক বৈঠকেও মেটেনি সমস্যা। দুই দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই অবস্থায় দেখে নেওয়া যাক দুই দেশের বিমান বহরের শক্তি। এই মুহূর্তে যুদ্ধ কোন দেশ বেশি সুবিধা পাবে, কোন দেশ পিছিয়ে যেতে পারে তা বোঝা যাবে তাদের সামরিক বাহিনীর সাজ সরঞ্জামের যোগানে।

Advertisement

এই মুহূর্তে যুদ্ধ বাধলে ভারত যে সমস্ত যুদ্ধ বিমান ব্যবহার করতে পারে বা যে সমস্ত যুদ্ধাস্ত্র প্রয়োগ করতে পারে তা দেখে নেওয়া যেতে পারে। এই মুহূর্তে ভারতের হাতে মজুত রয়েছে পশ্চিমাঞ্চলীয় কম্যান্ডের অধীনস্থ ৭৫ টি ফাইটার জেট। যা আকাশপথে শত্রু পক্ষের শিবিরে হানা দিতে পারে অনায়াসে। রয়েছে ৬৮ টি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ও ৫ টি এডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। মধ্যাঞ্চলীয় কম্যান্ডের অধীনে রয়েছে ৯৪ টি ফাইটার জেট। একইসঙ্গে রয়েছে ৩৪ টি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ও ১ টি এডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধীনে রয়েছে ১০১ টি ফাইটার জেট ও ৯ টি এডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। এই সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে বিপক্ষ শিবিরের সঙ্গে জোরদার টক্কর দেওয়ার ক্ষমতা রাখে ভারত।

Advertisement

তবে শুধু ভারত নয়, তৈরি রয়েছে চিনও। লাদাখের আশেপাশের ৮ টি বিমানঘাঁটি তৈরি রেখেছে বেজিং। জিংজিয়াং প্রদেশ ও তিব্বত এলাকায় রয়েছে ঘাঁটি গুলো। একইসঙ্গে ১৫৭ টি ফাইটার জেট, ৫২ টি জিজে ১, ডব্লিউভি ১ অ্যাটাকিং ইউএভি প্রস্তুত রেখেছে জিনপিংয়ের দেশ।

Advertisement