এখনই বিদায় নিচ্ছে না শীত, বড়সড় খবর দিল হাওয়া অফিস

Advertisement

Advertisement

বুধবার রাজ্যজুড়ে সকাল থেকে যে বৃষ্টি চলেছিল আজ বৃহস্পতিবার সেইরূপ বৃষ্টি না হলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকালে মেঘলা আকাশের দেখা মিললেও বিকেল থেকে আকাশ পরিষ্কার থাকবে। তবে আকাশ পরিষ্কারের সাথে সাথেই ফিরবে উত্তুরে হাওয়া। যার ফলে শীত আরোও বাড়বে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বেশ দাপটের সঙ্গেই অবর্তীর্ণ হবে বৃষ্টি,তুষারপাতেরও সম্ভাবনা থাকছে।

Advertisement

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন শীত এখনই বিদায় তো নিচ্ছেই না বরং ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারে শীত। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছালেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত থাকবে। কারণ মেঘলা আকাশ পরিষ্কার হওয়ার পরেই উত্তুরে হাওয়া প্রবেশ করবে।

Advertisement

কলকাতা তাপমাত্রার ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে যা পশ্চিমাঞ্চলে থাকবে ৮ -৯ ডিগ্রি। তবে এই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৫-১৬ ডিগ্রির কাছাকাছি। অন্যান্য বছরের তুলনায় এবার এই সময় ঠান্ডা যে যথেষ্টই তা বলা যায়। শীত আবার প্রত্যাবর্তন করবে, তাই তার এখনই বিদায় নেওয়ার কোন সম্ভাবনা নেই।

Advertisement