আর কিছুক্ষনের মধ্যে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

Advertisement

Advertisement

কলকাতা: আজ, সোমবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের আকাশে। কিন্তু তাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

Advertisement

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার অবনতি হবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো শুক্রবার বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আর এবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সপ্তাহ পর।

Advertisement

একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এমনকি আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু উত্তরে সরবে এবং এর প্রভাবে উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনা আবহাওয়া দফতর সূত্রে খবর। এমনকি আগামী সপ্তাহে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে বলেও জানা গিয়েছে। তবে শনিবারের পর আবহাওয়ার উন্নতি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।