রোদ ঝলমল আকাশ, আগামীকাল আকাশ কেমন থাকবে? কী জানাল আবহাওয়া দফতর

Advertisement

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস একেবারে মিলে গেছে। গত সপ্তাহের বৃষ্টির পর আজ আকাশ একদম রোদ ঝলমলে ছিল। কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। গত সপ্তাহে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কোনো জায়গাতে আবার শিলাবৃষ্টিও হয়েছিল। তবে আজ আকাশ একদম উজ্জ্বল, রোদ ঝলমলে রয়েছে।

Advertisement

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান সর্বনিম্ন ৪৪ শতাংশ। গতকালের থেকে আজ তাপমাত্রা অনেকটাই বেড়েছে। গত সপ্তাহে পশ্চিমী  ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সাথে সঙ্গে দিয়েছিলো বঙ্গোপসাগরের মাঝখানে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত, তার জেরেই বৃষ্টি হয়েছিল বলে আবহাওয়া দফতর জানিয়েছিল।

Advertisement

আরও পড়ুন : ব্রাজিল প্রজাতির মাছ ‘অ্যালিগেটর’ দেখা মিলল বেহালার পুকুরে, মাছ দেখতে স্থানীয়দের ভিড়

Advertisement

এখন সেসব কেটে গেছে তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না বলে দফতর সূত্রে খবর। আগামীকাল ও আকাশ পরিষ্কার থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। এখন তাপমাত্রার পারদ সেভাবে বোঝা না গেলেও সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিক থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

Recent Posts