ব্রাজিল প্রজাতির মাছ ‘অ্যালিগেটর’ দেখা মিলল বেহালার পুকুরে, মাছ দেখতে স্থানীয়দের ভিড়

Advertisement

Advertisement

ব্রাজিলে দেখা মেলে, সেই মাছ পাওয়া গেল বেহালার সেনপল্লির পুকুরে। বেহালায় এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে,বড়শিতে উঠে এসেছে ব্রাজিলের মাছ।জানা গেছে এই ধরনের মাছ গাল্ফ কান্ট্রিজের দিকে দেখা যায়, গরম জলে থাকা এই মাছ ব্রাজিলে দেখা যায় এছাড়াও  উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। বিরল  প্রজাতির এই মাছের নাম ইউটিউবে খুঁজে জানা যায় এটি অ্যালিগেটর ফিস।

Advertisement

ওই এলাকার এক যুবক যার নাম শান্তনু, পুকুরে রোজকার মতোই ছিপ ফেলেছিলেন মাছের সন্ধানে, কিন্তু বিরল প্রজাতির এই মাছ উঠে আসায় চাঞ্চল্য ছড়ায়।অ্যালিগেটর মাছকে ধরে তিনি বাড়িতে রেখে দিয়েছেন, যার দর্শনের জন্য স্থানীয় আশেপাশের মানুষ জনের ভিড় বাড়ছে ওই যুবকের বাড়ি। বাড়ির জলেই মধ্যেই ওই বিরল প্রজাতির মাছ রেখে দিয়েছেন শান্তনু।

Advertisement

আরও পড়ুন : করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

Advertisement

মাছটা যাতে মারা না যায় মাছটির পরিচর্যা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন স্থানীয় ওই যুবক। ও-ই এলাকায় এখন এই মাছটিকে নিয়ে চর্চা তুঙ্গে, ব্রাজিলে দেখা যাওয়া মাছ কিভাবে এসে গেল বেহালায় সেই কথাই সকলের মুখে।

Tags: Kolkata