Categories: বাজারদর

টানা বাড়ার পর আজ উল্লেখযোগ্য ভাবে কমলো সোনার দাম

Advertisement

Advertisement

টানা দুদিন পরপর বাড়ার পর আজ আবার কমলো সোনার দাম। বাজেটের পর টানা কয়েকদিন কমছিল সোনার দাম, কিন্তু তারপরেই আবার বাড়তে থাকে। গত দুদিন টানা বাড়ছিল সোনার দাম। আজ অনেকটাই কমলো সোনার দাম। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.১৭% কমে ৪০,৫৮৭ টাকা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম কমার ফলেই ভারতের বাজারে সোনার দাম কমেছে বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement

এর সাথে এছাড়া ডলারের তুলনায় টাকার দাম বাড়ার ফলেও সোনার দাম কমেছে বলে মত বিশেষজ্ঞ দের। সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে উল্লেখযোগ্য ভাবে। আজ রুপোর দাম ৪৫,৭৮০ টাকা প্রতি কেজিতে। তবে এই বিবাহের মরসুমে সোনা, রুপোর দাম কমার ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেরই যে প্রভূত সুবিধা হবে সেকথা বলাই চলে।

Advertisement