প্রতিদিন খেজুর অবশ্যই খাওয়া উচিত! কেন জানেন

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক,প্রিয়া দাস : আমরা জানি খেজুর এর মধ্যে থাকে আঁশ। যা আমাদের হজমে সহায়ক। এছাড়াও খেজুরের নানা পুষ্টিগুণ রয়েছে। রক্তাল্পতার সমস্যা থাকলে আপনি অবশ্যই খেজুর খাওয়া শুরু করুন। খেজুরের মধ্যে থাকে প্রাকৃতিক সুগার যা এটিকে সুস্বাদু করে তোলে। শরীরে ভিটামিনের অভাব পূরণ করতে দিনে তিনটে খেজুরই যথেষ্ট। এগুলো ছাড়াও খেজুরের কি কি গুণ রয়েছে আসুন দেখেনিই–

Advertisement

আয়রনের চমৎকার উৎস:
যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে তাদের পক্ষে আয়রন খুবই কার্যকর। আর খেজুর আয়রনের অভাব পূরণ করতে সক্ষম।

Advertisement

চোখ ভালো রাখতে:
খেজুরের মধ্যে কিছু উপাদান রয়েছে যা চোখের ম্যাকুলা ও রেটিনাকে ভালো রাখতে সাহায্য করে।

Advertisement

কোষ্ঠকাঠিন্য:
শোবার আগে খেজুর ও জল খেয়ে ঘুমালে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে।

ওজনের ভারসাম্য রাখে:

অনেকেই আছেন যারা ওজন কমাতে চান। কিন্তু চিনি ছাড়া থাকতে পারেন না। তাদের পক্ষে খেজুর খুবই কার্যকরী। খেজুর খেলে চিনি খাওয়ার ইচ্ছে দূর হয়।

হার্ট অ্যাটাক প্রতিরোধ করে:
কয়েকটি খেজুরের বিজ ছাড়িয়ে নিয়ে সেটিকে যদি জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে ব্লেন্ডারে বেঁটে খাওয়া যায় তবে তা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে।

উচ্চ রক্তচাপ কমাতে:
খেজুরে অল্প পরিমাণে সোডিয়াম রয়েছে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

স্ট্রোক প্রতিরোধ এবং মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায়:
খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম। পটাশিয়াম স্ট্রোক প্রতিরোধ করতে সক্ষম। এবং সোডিয়াম মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে।

আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে তবে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তারপর দিনে তিনটি করে খেজুর খান।

Recent Posts