Categories: দেশনিউজ

বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে বৈঠক শিবসেনার, তুঙ্গে রাজনৈতিক মহল

Advertisement

Advertisement

মহারাষ্ট্র : বিজেপি যতই দাবি করুক যে ওদের কাছে সরকার গড়ার মতো বিধায়ক রয়েছে। শিবসেনার পক্ষ থেকে এখনও বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। শিবসেনা নেতৃত্বের দাবি চাইলে এনডিএ জোট থেকে বেরিয়ে সরকার গড়তে সক্ষম তারা। শিবসেনার এই মনোভাবের ফায়দা নিজেদের ঘরে তুলতে উঠেপড়ে লেগেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস। এমনকি শিবসেনা চাইলে সরকার গড়তে উদ্ভব ঠাকরেকে সমর্থন করতে তৈরী তারা, এমনও বার্তা আরব সাগরের উপকূলে। জোট শরিক এনসিপি-কে এ বিষয়ে রাজি করিয়েছে তারা। বিশ্বস্ত সূত্রে খবর, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার রাজি থাকায় এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে দেখা করে বিষয়টিতে শীলমোহর দিতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

এই নিয়ে আলোচনার জন্য দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট ও পাঁচ কার্যকরী সভাপতি। দিল্লিতে এই বিষয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান, আহমেদ পটেল ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সবাই মহারাষ্ট্রে বিজেপিকে আটকাতে শিবসেনাকে সমর্থনে সায় দিলেও ভিন্ন মত পোষণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ও মুম্বাই কংগ্রেসের প্রাক্তন প্রধান নিরুপম সোম।

Advertisement