Categories: দেশনিউজ

মধ্যবিত্ত মানুষের জন্য দারুন খুসির খবর! তাড়াতাড়ি জানুন

Advertisement

Advertisement

ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। বাজারে কাঁচা শাক সবজির দাম আকাশছোঁয়া। পেঁয়াজ, রসুনের দাম শুনে চোখে জল আসছে সাধারণ জনতার। রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে প্রতি মাসে। এই অবস্থায় বাজারদরের আগাম আভাস কিছুটা স্বস্তির হাওয়া নিয়ে আসবে মধ্যবিত্ত পরিবারে।

Advertisement

আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমতে চলেছে কাঁচা শাক সবজির দাম, এমনটাই আন্দাজ মিলেছে চলতি বাজারদরের ওঠাপড়া থেকে। শুধু শাক সবজি নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে পারে বলে ঈঙ্গিত মিলেছে। সম্প্রতি রেপো রেটে বদল এনেছে কেন্দ্র সরকার। যার প্রভাব বাজারের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। রেপো রেট কমার সুফল মিলতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরও।

Advertisement

ভারতের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতির ফলে সম্প্রতি পেঁয়াজ, আদা-রসুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়। তবে বর্তমানে পেঁয়াজের দাম কিছুটা কমার ঈঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে যে, গত বছরের তুলনায় এ বছরের খারিফ শস্যের উৎপাদন বেশী হওয়ার সুফল মিলবে বাজারদরে। বাজারে সবজির পর্যাপ্ত জোগান থাকলে তার দামও মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Recent Posts