ভোর রাতে ৭১ কিমি/ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ে শঙ্কিত রাজ্যবাসী

Advertisement

Advertisement

স্টাফ রিপোর্টার: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা। বুধবার ভোর রাতে সেই সম্ভাবনা সত্যি হল। হঠাৎ করে শুরু হয় ঝড় বৃষ্টি, বিদ্যুৎের গর্জন, আগামী ৪৮ ঘন্টা ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বুধবার ভোর রাতে ৭১ কিমি/ঘন্টা গতিবেগে তিন মিনিটের প্রবল ঝড় বয়ে যায়।

Advertisement

Advertisement

রাজ্যের ওপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।বুধবার এবং বৃহস্পতিবার  আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতায়, বাতাস আর্দ্র থাকবে, জলীয়বাষ্পের আধিক্যের কারণে।

Advertisement

ভোররাতে বৃষ্টির কারনে সকাল থেকে হালকা হাওয়া বইবে, মেঘলা আকাশের পাশাপাশি সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যেসব জায়গায় সেগুলি হল- কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া এবং হুগলি।