বয়স্কদের প্রতি সদয় সরকার, এখন প্রতিমাসে ৩ হাজার টাকা পেনশন পাবেন, দ্রুত করুন এই কাজ

ন্যূনতম কিছু টাকা বিনিয়োগ করলেই আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন

Advertisement

Advertisement

যদি আপনার বয়স ৬০ সাল বা তার বেশি তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে ভারতের প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দুর্দান্ত প্রকল্প। এই প্রকল্প ভারতের প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে সচ্ছল এবং সমর্থ্য করে তুলবে। সরকারের তরফ থেকে ভারতের প্রবীণ নাগরিকদের দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা। এই প্রকল্পের সাথে জুড়লে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন পেনশন।

Advertisement

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকার ১১টি কিস্তি এখনো পর্যন্ত কৃষকের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই অর্থবর্ষের ব্যাপারে বলতে গেলে আগস্ট থেকে নভেম্বর মাসের হিসাব করলে এখনো পর্যন্ত ১০,৩৩,৬৫,৬৬২ জন কৃষকের খাতায় এই টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে জুলাই মাসের কিস্তিতে ১২ কোটি মানুষ এই প্রকল্পের লাভ গ্রহণ করতে পেরেছিলেন। ৬০ বছর বয়সের পরে প্রত্যেক মাসে তিন হাজার টাকা পেনশন আপনারা এই প্রকল্পের মাধ্যমে পেতে থাকবেন। অর্থাৎ প্রতি বছরে আপনারা পাবেন ৩৬ হাজার টাকা করে। তবে হ্যাঁ যদি আপনি এই নতুন প্রকল্পে পেনশন গ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিছু টাকা নিবেশ করতে হবে।

Advertisement

এর জন্য আপনাকে এই প্রকল্পের ব্যাপারে সবকিছু আগে থেকে জেনে নিতে হবে। এজন্য প্রথমে আপনি নিজের কাছাকাছি জনসেবা কেন্দ্রে চলে যান। যদি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা না গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে সেখানে সমস্ত রকমের ডকুমেন্ট জমা করতে হবে এবং তারপর গ্রাম স্তরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। তারপরে আপনাকে নিজের আবেদনপত্রের সঙ্গে আপনার আধার কার্ড এবং আপনার ব্যক্তিগত সমস্ত ডকুমেন্ট জুড়তে হবে। তারপরে সাবস্ক্রাইবারের আয়ু অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে তাকে কত টাকা করে প্রতিমাসে বিনিয়োগ করতে হবে।

Advertisement

সেই টাকা নির্ধারণ হয়ে গেলে একটি অটো ডেবিটের ফিচার নিয়ে আসা হবে। ব্যবহারকারীর ব্যাংক একাউন্টের সঙ্গে ওই অটো ডেবিট ফিচার যুক্ত করে দেওয়া হবে এবং তারপর আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় নিজের স্বাক্ষর করতে হবে। এই স্বাক্ষর করলেই আপনারা কিষান পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন কিষাণ কার্ড। সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ হবে অত্যন্ত সুরক্ষিত।

Recent Posts