করোনা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমশ ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে দেশ

Advertisement

Advertisement

এক সপ্তাহ আগেও এতটা ভয়ঙ্কর ছিল না পরিস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। ইতিমধ্যে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৩০০ ছুঁতে চলেছে। শনিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ২৯৮। যা খুব দ্রুত হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বিশ্ব জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে করোনা। চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার নতুন করে আর সংক্রমণ না ছড়ালেও ইউরোপের অবস্থা সঙ্কটজনক। ইতালিতে মৃত্যুর হার চিনকে ছাপিয়ে গিয়েছে। ফ্রান্স, স্পেন, জার্মানি, ব্রিটেনের অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শনিবার পশ্চিমবঙ্গে নতুন করে একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement

আরও পড়ুন : করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, নিয়ম না মানলে ৬ মাসের জেল

Advertisement

তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটকে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন রাজ্যে ১৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, সিনেমা, থিয়েটার ইত্যাদি জমায়েত হতে পারে এমন জায়গাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে মাধ্যমিক স্তরের পরীক্ষা বাতিল করেছে সরকার। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংক্রমণ ঠেকাতে আগামী কাল রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেশ জুড়ে ‘জনতা কার্ফু’ পালনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করার প্রক্রিয়া জারি রয়েছে। খুব প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় না বেরানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Recent Posts