Categories: দেশনিউজ

ফের লকডাউনের মেয়াদ বাড়াল এই রাজ্যে, চলবে ২৯ মে পর্যন্ত

Advertisement

Advertisement

করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে আগামী ১৭ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী ২৯ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। এই উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে মন্ত্রীসভার এক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। টানা ৭ ঘন্টা ধরে চলা সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, ‘রাজ্যের মানুষ চাইছেন লকডাউনের সময়সীমা আরও কিছুদিন বাড়ুক। আমি আমাদের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’

Advertisement

তেলেঙ্গানায় প্রথম রাজ্য যারা তৃতীয় দফার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল। এর আগেও কেন্দ্রের ঘোষণার পূর্বেই লকডাউন বাড়ানোর ঘোষণা করতে দেখা গেছে এই রাজ্যকে। কেন্দ্রের তৃতীয় দফার লকডাউন ঘোষণার আগেই তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করেছিল কে চন্দ্রশেখর রাও-এর সরকার। রাজ্যের গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, রঙ্গরেড্ডি ও মেদচল জেলা রয়েছে কেন্দ্রের প্রকাশ করা রেড জোনের তালিকায়। জেলাগুলোর অবস্থাও খুব খারাপ। তাই কেন্দ্র সরকার কন্টেনমেন্ট এলাকা বাদে অন্যান্য এলাকায় দোকানপাট খোলার অনুমতি দিলেও সে পথে পা বাড়ায়নি দক্ষিণের এই রাজ্য।

Advertisement

তবে রেড জোনে দোকান খুলতে অনুমতি না দিলেও সচল করা হচ্ছে রাজ্যের কৃষি ও শিল্প ক্ষেত্রকে। তাই শর্তসাপেক্ষে কিছু কিছু এলাকায় কৃষিকাজের পাশাপাশি শিল্প উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, খোলা যাবে শস্যবীজ, সার ও কৃষিপণ্যের দোকান।

Advertisement

Recent Posts