সূর্যের সবচেয়ে কাছের ছবি তুলে প্রকাশ করল NASA এবং ESA

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – NASA এবং European Space Agency সূর্যের একদম কাছ থেকে ছবি তুলে প্রথম প্রকাশ করল। সূর্যের কক্ষপথের এই প্রথম ছবি প্রকাশ করেছে এই দুটি সংস্থা। ছবি দুটি প্রকাশ করে তারা দাবি করেছে, এত কাছ থেকে সৌরকক্ষপথের এমন স্পষ্ট ছবি আগে দেখা যায়নি। অসাধারণ এই ছবিগুলিকে বিজ্ঞানীরা ‘campfires’ বলে নামকরণ করেছেন।

Advertisement

European Space Agency- র এইসব কক্ষপথের প্রজেক্ট এর বিজ্ঞানী ড্যানিয়েল মুলার জানান, ‘আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আমরা সফল হতে পারব। এই ছবিটিতেই বোঝা যাচ্ছে, শুরুতেই সৌর কক্ষপথটি কত সুন্দর হয়ে উঠতে পারে।’ লাল এবং হলুদ রংয়ের যে ধরনের ছবিগুলি তোলা হয়েছে তাদের তরঙ্গের দৈর্ঘ্য ক্রমান্বয়ে ৩০ এবং ১৭ ন্যানোমিটার। Extreme Ultraviolet Images (EUI) এর প্রমাণাদি তথ্যের উপর বিচার করে দেখা যায়, সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় ১ মিলিয়ন ডিগ্রি।

Advertisement

এই মিশনটি চালু হওয়ার সাথে সাথেই অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাছাড়া বর্তমানের করোনা ভাইরাসের যে পরিস্থিতি তার প্রভাব এখানেও পড়েছে। যেখান থেকে এই মিশনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় সেই সংস্থা European Space Operations Centre, যেটি জার্মানিতে অবস্থিত, মহামারীর জন্য কার্যত সংস্থাটি দু সপ্তাহ বন্ধ ছিল। “এই মহামারীর মধ্যেও এই মিশনটিকে সাফল্যমন্ডিত করার ব্যবস্থা করা হয়েছে।” এমনটাই জানিয়েছেন, সোলার অর্বিটারস ইমেজার্সের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রাসেল হাওয়ার্ড।

Advertisement