খেলা

T20 বিশ্বকাপ শেষে অবসর নেবেন ভারতের এই বিধ্বংসী ক্রিকেটার, জল্পনা তুঙ্গে

২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য ঋষভ পন্থ কিংবা সঞ্জু স্যামসনের মতো তরুণ উইকেট রক্ষকদের সুযোগ দিয়ে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ স্থান পূরণ করবে টিম ইন্ডিয়া।

Advertisement

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এ বর্তমানে ভারতীয় দলের রমরমা। শক্তিশালী পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে পরাজিত করে টিম ইন্ডিয়া এখন পয়েন্টস টেবিলের শীর্ষে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। চলতি সফরে ব্যাট হাতে বিরাট কোহলির বিধ্বংসী হয়ে উঠতে দেখেছে ক্রিকেটপ্রেমীরা। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ কার্তিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা মত ব্যাটিং করতে পারেননি তিনি।

Advertisement

যার ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠেছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ৩৭ বছর বয়সী দীনেশ কার্তিক। জানলে অবাক হবেন, ভারতের ক্রিকেট ইতিহাসে তিনি সর্বাধিক বয়স অব্দি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। উল্লেখ্য, ২০২১ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। এরপর একের পর এক আন্তর্জাতিক সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Advertisement

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সজনিত কারণে দিনেশ কার্তিককে আর বেশি দিন সুযোগ দেবে না টিম ইন্ডিয়া। ২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য ঋষভ পন্থ কিংবা সঞ্জু স্যামসনের মতো তরুণ উইকেট রক্ষকদের সুযোগ দিয়ে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ স্থান পূরণ করবে টিম ইন্ডিয়া। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তারা ভারতীয় দলে অন্তর্ভুক্ত হবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে নিজেই অবসর গ্রহণ করতে পারেন ফিনিশার কিং দীনেশ কার্তিক।

Advertisement

Recent Posts