নিউজ

রাজ্যজুড়ে স্কুলে এবার শিশু সংসদ, ১৩ দফা গাইড লাইন জারি করল স্কুল শিক্ষা দপ্তর

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এতদিন ছাত্র সংসদ থাকলেও এবারে স্কুলে চালু হবে শিশু সংসদ

Advertisement

Advertisement

এতদিন পর্যন্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা সকলেই শুনে এসেছেন। তবে এবারে রাজ্য জুড়ে চালু হবে শিশু সংসদ। শুধুমাত্র, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নয়, এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান। আধুনিক এই ব্যবস্থা চালু করতে চলেছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য এবার স্কুলে পালিত হবে একটি গ্রাজুয়েশন সেরেমনি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে।

Advertisement

প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ জানুয়ারি দেওয়া হবে এই বিশেষ সম্মান। সূত্রের খবর কালীপুজোর ছুটির পরেই স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে। শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবেন এবং শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে কিনা সেটাও দেখা হবে।

Advertisement

স্কুল শিক্ষা দপ্তরের পাঠানো এই গাইডলাইনে বলা হয়েছে, প্রতিবছর ২ জানুয়ারি বা তার পরের দিনগুলিতে এই গ্রাজুয়েশন সেরেমনি করতে হবে।

Advertisement

এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন।

ক্লাস টিচার চকলেট এবং মিষ্টি দিয়ে ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাবেন।

ক্লাস টিচার সমস্ত ছাত্র-ছাত্রীদের একসঙ্গে করে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

সমস্ত নবাগত ছাত্র-ছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন।

স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ক্লাস টিচার নবাগত ছাত্র ছাত্রীদের স্কুলের ইতিহাস বলবেন। ছাত্র-ছাত্রীদের বই, স্কুলের ইউনিফর্ম, জুতো, স্কুল ব্যাগ, ছাত্র পরিষেবা, মিড ডে মিল পরিষেবাগুলো প্রদান করবে।

প্রত্যেক স্কুলে একটি নির্দিষ্ট ফটো কর্নার থাকবে যেখানে সব ছাত্র-ছাত্রীদের ফটো জন্ম তারিখসহ লাগাতে হবে।

ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস টিচারের একটি ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে।

প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জানিয়ে চিঠি, প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দিতে হবে।

ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিটর, মিড ডে মিল মনিটরের মনোনয়ন এই সময়সীমার মধ্যে করতে হবে।

গ্রুপ লার্নিং এর জন্য ছাত্রছাত্রীদের যুক্ত এই সময় সীমার মধ্যে করতে হবে।

ছাত্র-ছাত্রীদের ক্লাসে বসার ব্যবস্থা এমনভাবেই করতে হবে যেটা পঠন-পাঠনের স্বার্থে সর্বাধিক ভালো।

এই অনুষ্ঠানের বা সম্মান জানানোর গোটা তথ্যচিত্র তৈরি করতে হবে এবং প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে।

Recent Posts