হাওড়া থেকে চালু হচ্ছে স্পেশ্যাল ট্রেন, দেখুন ট্রেনের তালিকা

কোন কোন ট্রেনগুলি চালু হবে? দেখে নিন তালিকা

Advertisement

Advertisement

আগামী ১১ জুলাই থেকে কিছু স্পেশ্যাল ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। হাওড়া থেকে কিছু ট্রেন চলবে।

Advertisement

কোন কোন ট্রেনগুলি চলবে, দেখে নিন তালিকা-

Advertisement

১) ট্রেন নম্বর-০২৩০৩- হাওড়া স্পেশ্যাল (ভিয়া পাটনা) -হাওড়া থেকে নিউ দিল্লি। এই ট্রেনটি ১১ জুলাই অর্থাৎ শনিবার থেকে চলবে।

Advertisement

২) ট্রেন নম্বর- ০২৩৮১-হাওড়া স্পেশ্যাল ( ভিয়া ধানবাদ)- হাওড়া -নিউ দিল্লি। ১৬ জুলাই থেকে যাত্রা শুরু করবে।

৩) ট্রেন নম্বর – ০২৩০৪- হাওড়া স্পেশ্যাল (ভিয়া পাটনা)- নিউ দিল্লি-হাওড়া। এই ট্রেনটি ১২ জুলাই রবিবার থেকে যাত্রা শুরু করবে।

৪) ট্রেন নম্বর- ০২৩৮২-হাওড়া স্পেশ্যাল ( ভিয়া ধানবাদ)- নিউ দিল্লি-হাওড়া। ১৭ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে চালু হবে।

পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১০ জুলাই থেকে হাওড়া থেকে ছাড়বে এবং ১১ জুলাই দিল্লিতে যাবে। তারপর থেকে উপরিউক্ত শিডিউল অনুযায়ী ট্রেন চলবে।

প্রসঙ্গত, জুন মাসে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী ১২ আগস্ট ২০২০ পর্যন্ত দেশের সব লোকাল, মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।