Categories: দেশনিউজ

মুম্বই ফিল্মসিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সহজ নয়, শিবসেনা মুখপাত্রের নিশানায় যোগী আদিত্যনাথ

Advertisement

Advertisement

মুম্বই: দুদিনের জন্য বাণিজ্যনগরী সফরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেখানে গিয়েও নিজের আধিপত্য দেখানো নিয়ে মুখ খুললেন তিনি। আদিত্যনাথ জানিয়েছেন, নয়ডায় ফিল্মসিটি করতে চান তিনি। এমনকি মুম্বইয়ের ওবেরয় হোটেল বলিউডের সুপারস্টার তথা খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে বৈঠক করেন যোগী আদিত্যনাথ। তিনি নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। আর তারপরেই শিবসেনার নিশানায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত এক সর্বভারতীয় সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বলেন, ‘আগেও ওই চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অন্য কোথাও মুম্বইয়ের সিনে জগত তৈরি করা অত সহজ নয়। মুম্বইয়ে সিনেমার একটা গৌরবময় ইতিহাস রয়েছে। তাই মুম্বইয়ের থেকে ফিল্মসিটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া অত সহজ কাজ নয়। দক্ষিণের একটা বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। ঠিক তেমন পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গেও রয়েছে। যোগীজি কি ওই সব রাজ্যের পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন? নাকি শুধুই মুম্বই ফিল্মসিটি সরানোর জন্য তিনি কথা বলছেন?’ এভাবেই যোগী আদিত্যনাথকে নিশানা করেছেন শিবসেনা মুখপাত্র। যদিও যোগী আদিত্যনাথের পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Recent Posts