খেলা

Shahid Afridi: বিশ্ব ক্রিকেটের ইতিহাস পাল্টাতে চলেছে পাকিস্তান, পাক্ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ক্ষিপ্ত শাহিদ আফ্রিদি

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের বেশিরভাগ অংশ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারেননি।

Advertisement

Advertisement

বিশ্ব ক্রিকেটে এমনটা প্রথমবারের জন্য ঘটতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাত ধরে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমত ক্ষিপ্ত হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ওডিআই বিশ্বকাপের উদ্দেশ্যে বাবর আজমদের জন্য নতুন কোচ নিয়োজিত করতে চলেছে। তবে নতুন নিয়োজিত হওয়া কোচ মাঠে এসে পাকিস্তানি ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবেন না, বরং অনলাইনে ক্লাস নেবেন বাবর আজমদের।

Advertisement

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বদৌলতে ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রিকেটে। মিডিয়ার তথ্য অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অভিজ্ঞ মিকি আর্থারকে সেই দেশের প্রধান কোচ নিয়োজিত করতে চলেছে। তবে মিকি আর্থার পাকিস্তানের জন্য অনলাইনে প্রধান কোচ করতে চলেছেন বলে জানা গেছে। ইতিপূর্বে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন মিকি আর্থার। তবে বিশ্ব ক্রিকেটে এই প্রথমবারের মতো অনলাইনে পাকিস্তানের প্রধান কোচ নিয়োজিত হতে চলেছেন তিনি।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৩ বিশ্বকাপে মিকি আর্থার পাকিস্তান ক্রিকেট দলের সাথে থাকবেন। তবে তার আগে কয়েক মাস অনলাইনে ক্লাস নেবেন বাবর আজমদের। এদিকে এই কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধান দল নির্বাচক শাহিদ আফ্রিদি। তিনি এদিন মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, অনলাইনে কোচ নির্বাচন করার বিষয়ে কোন রকম যুক্তি আছে বলে আমি মনে করি না। যদি অনলাইনে কোচিং করানোর ব্যবস্থা করা হয় তবে আমি মনে করি, পাকিস্তানে এমন একাধিক প্রাক্তন ক্রিকেটার রয়েছেন যারা সঠিকভাবে দলকে প্রশিক্ষণ দিতে পারেন।

Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের বেশিরভাগ অংশ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারেননি। অথবা পাক্ ক্রিকেট বোর্ডের সাথে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এমন অবস্থায় পাকিস্তানের কোন ক্রিকেটার দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহও দেখায়নি। এমন পরিস্থিতিতে অনলাইন কোচিং হতে পারে বাবর আজমদের আসন্ন দিনের ভবিষ্যৎ।