প্রথমে ব্যাট ভারত, টসে হেরে শুরুতেই চাপে বিরাট বাহিনী

Advertisement

Advertisement

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও টস হারে ভারত। অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতেন বলে জানান। ভারতের বোলিং এর তুলনায় ব্যাটিং তুলনামূলক শক্তিশালী সেইজন্য শুরুতেই অস্ট্রেলিয়াকে নির্দিষ্ট রানের মধ্যে বেঁধে সেই লক্ষ্য তাড়া করতে চেয়েছিলেন ভারত অধিনায়ক কিন্তু টস হারায় সেটি হচ্ছে না। সেই একই ফায়দা তুলবে অস্ট্রেলিয়া।

Advertisement

ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। প্রথম ম্যাচে প্যাট ক্যামিন্স এর বলে আঘাত পাওয়া রিষভ পন্ত আজ খেলছেন না, তার পরিবর্তে দলে এসেছেন মনীশ পান্ডে। উইকেট কিপিং এর দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। অপর পরিবর্তনটি হয়েছে বোলিং বিভাগে। শার্দুল ঠাকুর এর পরিবর্তে দলে এসেছেন নবদীপ সাইনি। অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন হয়নি।

Advertisement

আরও পড়ুন : মাঠে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

Advertisement

ভারতীয় একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, নবদীপ সাইনি, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।

Recent Posts