টেক বার্তা

SBI ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, দেখুন যোগ্যতা এবং পরীক্ষার প্যাটার্ন

ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করেছে স্টেট ব্যাংক

Advertisement

Advertisement

আপনি যদি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুযোগ। ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারে ক্লার্ক পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করেছে। জানা যাচ্ছে বেশ কিছু শূন্য পদে ক্লার্ক নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। sbi.co.in/web/careers এই পোর্টালে গিয়ে আপনি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে গতবছর এই নোটিফিকেশন জারি করা হয়েছিল সেপ্টেম্বর মাসে।

Advertisement

আগে তথ্য অনুযায়ী, ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারছেন। তবে নোটিফিকেশনে এখনো পর্যন্ত কাট অফ বয়সের তারিখ জানানো হয়নি। তবে যদি আপনি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। এই চাকরির জন্য কিছু ন্যূনতম নির্ণায়ক যোগ্যতা রয়েছে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোন একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি গ্রহণ করতে হবে সবার আগে। এই সম্পূর্ণ সিলেকশন প্রসেস তিনটি ধাপে হবে। প্রথমে প্রিলিমিনারি এবং মেইন্সের পরীক্ষা ক্লিয়ার করতে হবে সেই প্রার্থীকে। এরপরে একটি লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে যেখানে সেই প্রার্থীকে পাস করতে হবে। তারপরেই কিন্তু নিয়োগ হতে পারে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং যদি ভুল উত্তর হয় তাহলে ০.২৫ করে নেগেটিভ মার্কিং থাকবে। এই একই নিয়ম জারি হবে মেইন পরীক্ষার ক্ষেত্রেও।

Advertisement

কিভাবে করবেন এপ্লাই?

Advertisement

প্রথমে sbi.co.in/web/careers ওয়েবসাইটে যান

এরপরে কারেন্ট ওপেনিং সেকশনে ক্লিক করুন

এরপর এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট পেজে যান

এরপর নিজেকে প্রথমে রেজিস্টার করুন তারপরে লগইন ডিটেলস দিয়ে লগইন করুন।

এরপর এপ্লিকেশন ফর্ম পুরোপুরি ফিলাপ করুন।

ফরম ফিলাপের পরে ডকুমেন্ট আপলোড করুন, পেমেন্ট করুন এবং পরীক্ষার ফি জমা দিন।

ফর্ম সাবমিট করুন এবং কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখুন পরবর্তী ব্যবহারের জন্য।

Recent Posts