Categories: দেশনিউজ

তিন তালাকের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের, বিজেপিতে যোগ সায়রা বানুর

Advertisement

Advertisement

তিন তালাকের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন কিছু দিন আগেই, সেই সায়রা বানুই কিনা এবার বিজেপিতে যোগ দিলেন। তিন তালাক নিয়ে আইন আসতেই  সারা ভারতে সায়রা বানুকে নিয়ে চর্চা শুরু হয়।

Advertisement

Advertisement

সায়রা বানু উত্তরাখণ্ডের কাশীপুরের ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সবার প্রথম জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সায়রা বানু জানিয়েছেন, ”আমি বিজেপির নীতি ও আদর্শে প্রভাবিত হয়েছি। পার্টির নীতি দেশ ও দেশবাসীর উন্নতির জন্য আদর্শ। পার্টি আমাকে যা দায়িত্ব দেবে আমি নিষ্ঠাভরে তা পালন করব।”

Advertisement

সুত্রের খবর অনুযায়ী অনেক দিন ধরেই নাকি তার বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু নানা কারনে তা না হলেও এবার তিনি আটঘাট বেধে ময়দানে নামতে চলেছেন। আশা করা হচ্ছে তিনি নিজের দায়িত্বও ঠিকঠাক করেই পালন করবেন। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য সায়রা বানুর এমনিতেই বেশ সুনাম রয়েছে এবার সেই তালিকায় জুড়ে যেতে চলেছে বিজেপি দলের নাম।

Recent Posts