টেক বার্তা

রয়েল এনফিল্ড বাজারে আনতে চলেছে একটি নতুন জবরদস্ত বাইক, Continental ও Classic-কেও ফেল করিয়ে দেবে এই বাইক

অত্যন্ত অত্যাধুনিক বেশ কিছু ফিচার এবং আধুনিক সিস্টেম ব্যবহার করা হবে এই নতুন বাইকে

Advertisement

Advertisement

রয়েল এনফিল্ড এই মুহূর্তে ভারতের বাইকের মার্কেটে সবথেকে জনপ্রিয় কোম্পানি। সম্প্রতি তারা নিজেদের নতুন একটি বাইক লঞ্চ করতে চলেছে যেখানে আপনারা একাধিক নিত্য নতুন ফিচার পাবেন যা আপনাদের বাইকের সমস্ত চাহিদাকে পূরণ করতে পারবে। একাধিক ফিচার এর সাথে জবরদস্ত স্টাইলিশ লুক দেবে এই বাইক। আপনাদের জানিয়ে রাখি, রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকের নাম রাখা হয়েছে রয়েল এনফিল্ড Meteor 650। খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে এই বাইক লঞ্চ হতে চলেছে। আপনারা এই বাইকের সঙ্গে নানা রকমের নিত্য নতুন ফিচার পেয়ে যাবেন যা আপনার স্টাইল স্টেটমেন্টকে আরো আধুনিক করে তুলবে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি রয়েল এনফিল্ড কোম্পানির এই বাইকে আপনারা পাবেন ক্রাশ গার্ড, রোড বাইক টায়র, লো স্ল্যাং, টার্ন ইন্ডিকেটর, রাউন্ড টেল ল্যাম্প এবং আরো অনেক ধরনের নতুন নতুন ফিচার। এছাড়াও আপনারা এই বাইকের সঙ্গে টুরিং এক্সেসরি ফিট করার সুবিধা পাবেন। এই নতুন Meteor বাইকে আপনারা হার্ড কেস পেনিয়ার সিস্টেম পেয়ে যাবেন। এছাড়াও ফ্ল্যাট ফুট রেস্ট, অক্সিলারি লাইট যুক্ত ইঞ্জিনগার্ড, এলইডি টেল ল্যাম্প, লম্বা উইন্ড স্ক্রিনসহ আরো অনেক ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকে।

Advertisement

নতুন রয়েল এনফিল্ড Super Meteor 650 বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। তাছাড়া ট্রিপল নেভিগেশনের জন্য একটি ছোট প্যাড দেওয়া হচ্ছে বলে অনুমান করা হয়েছে। এই নতুন ক্রুজার বাইকে আপনারা ৬৪৮ সিসি ক্ষমতা বিশিষ্ট প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন পাচ্ছেন। এই ইঞ্জিন এর আগে রয়েল এনফিল্ড কোম্পানির Continental GT650 এবং INTERCEPTOR 650 ভাইকে ব্যবহার করা হয়েছিল। তাই আপনি যদি আর কয়েক বছরের মধ্যে একটি নতুন বাইক নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই নতুন সুপার মিটিওর ৬৫০ আপনার জন্য একটা দারুন বাইক প্রমাণিত হতে চলেছে।

Advertisement

Recent Posts