নিউজ

মধ্যবিত্ত মানুষের জন্য দারুণ ঘোষণা করেছেন RBI গভর্নর

Advertisement

Advertisement

দেশের বৃহত্তম ব্যাঙ্ক Reserve Bank of India (RBI) এই সপ্তাহে সমবায় ব্যাঙ্কের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। সমবায় ব্যাঙ্কগুলির জন্য আরবিআই পরিশোধ প্রকল্পের মাধ্যমে স্বর্ণ ঋণের পরিমাণ দ্বিগুণ করে ৪ লক্ষ টাকা করেছে। এই সীমা সেই শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য প্রযোজ্য, যারা ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে প্রাথমিক খাতের আওতাধীন সকল লক্ষ্যমাত্রা পূরণ করেছে। আরবিআই কর্তৃক ব্যাংকগুলিকে দেওয়া এই ত্রাণের সুবিধা পাবেন গ্রাহকরা। যাদের শহুরে সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং প্রয়োজনে গোল্ড লোনও নেন।

Advertisement

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দ্বি-মাসিক মুদ্রানীতি পর্যালোচনার কথা ঘোষণা করে বলেন, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে অগ্রাধিকার খাত ঋণের আওতায় সমস্ত লক্ষ্য পূরণ করেছে শহুরে সমবায় ব্যাঙ্কগুলি। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলির জন্য বুলেট রিপেমেন্ট স্কিমের আওতায় গোল্ড লোনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুলেট রিপেমেন্ট স্কিমের অধীনে ঋণগ্রহীতা ঋণের মেয়াদ শেষে একই সাথে মূল পরিমাণ এবং সুদ প্রদান করতে পারবেন।

Advertisement

Advertisement

স্বর্ণের বিনিময়ে ঋণের সুদ পুরো সময়ের জন্য প্রতি মাসে মূল্যায়ন করা হয়। কিন্তু মূল ধন ও সুদ দিতে হবে মাত্র একবার। এই কারণেই এটি বুলেট পরিশোধ হিসাবেও পরিচিত। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন যে এই পদক্ষেপটি আমাদের পূর্ববর্তী ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল যে শহুরে সমবায় ব্যাংকগুলিকে প্রণোদনা দেওয়া হবে যারা ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে সমস্ত ঋণের লক্ষ্যমাত্রা পূরণ করবে।

চলতি বছরের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক তার আর্থিক নীতি পর্যালোচনায় বলেছিল যে শহুরে সমবায় ব্যাঙ্কগুলিকে ২০২৩ সালের মার্চের মধ্যে প্রাথমিক খাতে ঋণের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে উত্সাহিত করা হবে। আরবিআই এই শুক্রবার টানা চতুর্থবারের মতো পলিসি রেট রেপো রেট ৬.৫ শতাংশে রেখেছে। অর্থাৎ বাড়ি, গাড়ি সহ সব ধরনের ঋণের মাসিক ইএমআইতে কোনো পরিবর্তন আসবে না।

Recent Posts