হিন্দু-মুসলমান দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি ‘ধর্মযুদ্ধ’, দেখুন ছবির ট্রেলার

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: “হিন্দু মুসলমানরে মারতি যায় তো মুসলমান হিন্দুরে কাটতি আসে, আমি কারে মারি আম্মা?” এই একটা ডায়লগই আপনার গায়ে কাটা দেবার জন্য যথেষ্ট। হিন্দু-মুসলমান দাঙ্গা নিয়ে এর আগে বহু ছবি হয়েছে কিন্তু সেই ইস্যুকেই নতুনরূপে উপস্থাপন করলেন রাজ চক্রবর্তী, ছবির নাম ‘ধর্মযুদ্ধ’। ‘পরিনীতা’র সাফল্যের পর এরকম একটা গম্ভীর বিষয়কে বড় পর্দায় আনার সাহস দেখালেন রাজ। দাঙ্গার সময়কার হিংসা, হানাহানি, জাতিধর্মবিদ্বেষ, গোঁড়ামি সবটাই ধরা পড়েছে ছোট্ট এই ট্রেলারে। গল্পের মূল বিষয়, ‘হিন্দু বা মুসলমান হওয়াটা কারোর পরিচয় হতে পারে না, আমরা সকলেই মানুষ এটাই আমাদের পরিচয়।’

Advertisement

এই প্রথম রাজের প্রযোজনায় মাল্টিস্টারার একটি ছবি নির্মিত হল। ছবিতে রাজপত্নী শুভশ্রী তো রয়েছেনই সঙ্গে রয়েছেন ঋত্বিক, সোহম, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত সহ আরও অনেকে। ছবির স্টারকাস্টের মতোই জমজমাট থ্রিলে ভরা এই ছবির গল্প। গায়ে কাঁটা দেওয়া কিছু ডায়লগস এবং সুপরিনত চিত্রনাট্য এই ছবিতে বাড়তি আকর্ষন যোগ করেছে।

Advertisement

আরও পড়ুন : প্রেমদিবসে অঙ্কুশের সঙ্গে খোশমেজাজে ঐন্দ্রিলা, পোস্ট করলেন এই ছবি

Advertisement

ছবির টিসার সহ দুটি গান ‘তুমি যদি চাও’ এবং ‘তুঝ সাঙ্গ বাধি ডোর’ সোশাল মিডিয়ার খুব প্রসংশিত হয়েছে। প্রথম গানটি এই কদিনেই ১ মিলিয়ন ভিউস পেরিয়েছে। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ও পরিচালনায় ‘ধর্মযুদ্ধ’ ছবিটি আসতে চলেছে শীঘ্রই। ছবির দুর্দান্ত ও লোমহর্ষক ট্রেলারটি একবার অবশ্যই দেখুন। নীচে রইল ভিডিও।

Recent Posts